জাতীয়

বিজিবির নতুন ডিজি’র দায়িত্ব গ্রহণ

বর্ডার গার্ড বাংলাদেশের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি অফিস গ্রহণ করেন।
এর আগে গেল ১৭ জানুয়ারি মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে।
প্রজ্ঞাপন অনুসারে, নাজমুল হাসানকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়। বিজিবিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button