অর্থ-বাণিজ্য

বিজিএমইএ নির্বাচন : সম্মিলিত পরিষদের পুরো প্যানেল জয়ী

তৈরিপোশাক শিল্পমালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে এস এম মান্নান কচির নেতৃত্বে ‘সম্মিলিত পরিষদ’ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।

শনিবার (৯ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। একই দিনে চট্টগ্রাম অঞ্চলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলশীর স্থানীয় অফিসে। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৭০ প্রার্থী নির্বাচনে অংশ নেন।

বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফলে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামে সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। এদিন দিনগত রাত ১২টার পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন।

সম্মিলিত পরিষদের প্যানেল নেতা বিজিএমইএর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের সবকটিতেই জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। অন্যদিকে, পরাজিত প্যানেল ফোরামের নেতৃত্ব দেন প্যানেল নেতা ফয়সাল সামাদ।

বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন জানান, এবারের বিজিএমইএ নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় কোনো অভিযোগ ছিল না, তবে ছোট-খাটো দু-একটি অভিযোগ ছিল। নির্বাচনে মোট ২ হাজার ৪৯৬টি ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ২২৬ জন ভোটার। যা শতকরা হিসেবে ৮৯ শতাংশের কিছু বেশি। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৩৯জন বা প্রায় ৯০ শতাংশ (৯০.৫০ শতাংশ) ভোট। আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোটার ভোট দিয়েছেন যা শতকরা হিসাবে প্রায় ৮৩ দশমিক ৪০ শতাংশ।

এস এম মান্নানের (কচি) নেতৃত্বে এবারের নির্বাচনের সম্মিলিত পরিষদের নির্বাচিত পরিচালকরা হলেন- আবদুল্লাহ হিল রাকিব, এম শহিদউল্লাহ আজিম, মো. মহিউদ্দিন রুবেল, খন্দকার রফিকুল ইসলাম, ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, মো. শাহাদাত হোসেন, মো. রেজাউল আলম মিরু, মো. জাকির হোসেন, মো. ইমরানুর রহমান, আশিকুর রহমান তুহিন, মিরান আলী, নুসরাত বারী আশা, মো. নুরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, আবরার হোসেন সায়েম, শামস মাহমুদ, মোহাম্মদ সোহেল সাদাত, শোভন ইসলাম, আনোয়ার হোসেন মানিক, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, হারুন আর রশিদ, আরশাদ জামাল দীপু, আসিফ আশরাফ, মেজবাহ উদ্দিন খান, রাজিব চৌধুরী, এম. আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের, আমজাদ হোসেন চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মুসা, মোস্তফা সরোয়ার রিয়াদ, গাজী মো. শহীদুল্লাহ, মো. আবচার হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button