রাজকূট

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানা এলাকায় এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে অংশ নেন পুরান ঢাকার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। মিছিলটি নর্থ সাউথ রোড, সুরিটোলা, বংশাল, তাঁতীবাজার, নাজিরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

 

Related Articles

Leave a Reply

Back to top button