জাতীয়
বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার

গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে, তার সাথে সাক্ষাত করেছেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
আজ বুধবার রাত সাড়ে টার দিকে চেয়ারপার্সনের গুলশানের বাস ভবনে সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল এ সময় উপস্থিত ছিলেন।



