জাতীয়

বিএনপি চামড়া কিনে রাস্তায় ফেলে দিয়েছে:শিল্পমন্ত্রী

শামীমা আক্তার

চট্টগ্রামে ৩০ ট্রাক চামড়া বিএনপি কিনে রাস্তায় ফেলে দিয়ছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী। চামড়া নষ্ট হওয়ার তথ্য মাঠ পর্যায় থেকে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।চট্টগ্রামে ৩০ ট্রাক কোরবানির পশুর চামড়া ফেলা দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘তাহলে বিএনপি কিনে ফেলে দিয়েছে।’ চামড়া রপ্তানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অবস্থা বুঝে, ব্যবস্থা নেওয়া হবে। ’ চামড়া শিল্পে আপাতত সমস্যা নেই বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।তিনি বলেন, সারা দেশে ১০ হাজারের মতো কোরবানি পশুর চামড়া নষ্ট হয়ে থাকতে পারে। যা নগণ্য ব্যাপার।চামড়া নিয়ে বিদ্যমান সংকট সমাধান বিষয়ে ট্যানারির মালিকেরা চামড়া কেনা শুরু করেছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, চামড়ার দেনা-পাওনা বিষয়ে আগামী ২২ আগস্ট এফবিসিসিআইয়ের উদ্যোগে সভা করে ব্যবস্থা নেওয়া হবে।বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যসচিব মফিজুল ইসলামসহ ট্যানারি ও আড়তদার সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button