জাতীয়
বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টির সঙ্গে কংগ্রেসম্যানদের চা-চক্র ও বৈঠক

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে চা চক্রে মিলিত হন দুই মার্কিন কংগ্রেসম্যান রিক ম্যাককরমিক ও এড কেস।
রোববার (১৩ আগস্ট) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানে বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ চা-চক্র চলে।
জানা গেছে, আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, নাহিম রাজ্জাক এবং তামান্না নুসরাত (বুবলী)। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন তিন সংসদ সদস্য শেরিফা কাদের, রানা মোহাম্মদ সোহেল এবং নাজমা আক্তার। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইস উপস্থিত ছিলেন।
এ সময় পিটার হাস ছাড়াও মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও শ্রমবিষয়ক কর্মকর্তা ম্যাথিউ বেহ এবং উপরাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কর্মকর্তা আর্তুরো হিনেস উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানান আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা আরও বলেন, সংবিধানসম্মত উপায়ে বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো অযৌক্তিক দাবির কারণে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন উপায়ে সরকার যেতে পারে না। সেই ম্যান্ডেট সরকারকে জনগণ দেয়নি।
আইনের মাধ্যমে সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে বলে মার্কিন প্রতিনিধি দলকে জানায় আওয়ামী লীগের এক সদস্য। তিনি আরও বলেন, সামনের অধিবেশনে আরেকটা আইন আসবে। সেখানে নির্বাচনকালীন সময়ে বিশৃঙ্খলা করা, সাংবিধানিক বাধা দিলে শাস্তির বিধান রাখা হবে। প্রতিনিধি দলে থাকা এক সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
চা-চক্র সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না উল্লেখ করে তাদের দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে দলটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলেও ওই বৈঠকে জানান তিনি। তার অভিযোগ ছিল, দেশে এক ব্যক্তির শাসন চলছে।