বিএনপির সমাবেশকে সামনে রেখে ফরিদপুরে চলছে ৩৮ ঘণ্টার বাস-মিনিবাস ধর্মঘট

আগামীকাল শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরের বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে শুরু হয়েছে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট।
শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদের পক্ষ থেকে বাস-মিনিবাস ধর্মঘটের কথা জানিয়ে দেওয়া হয়।
মাইকিংয়ে বলা হয়েছিল, মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত জেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখতে বলা হলো।
এদিকে, ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে যাত্রীবাহী বাস ও মিনিবাসের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার সকালে ফরিদপুরের বিআরটিসি বাস পরিবহনের সহকারী পরিচালক মোজাম্মেল হাসান বলেন, শুক্র ও শনিবার (১১, ১২ নভেম্বর) ফরিদপুর থেকে সব রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে সব ধরনের তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের জন্য শুক্রবার ভোর থেকে ৩৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। তারাও ওই দাবির প্রতি সংহতি জানিয়ে বাস বন্ধ করে দিয়েছেন। শুক্রবার ও শনিবার তাদের কাউন্টার বন্ধ থাকবে।