জাতীয়

বিএনপির বিজয় শোভাযাত্রা দুপুরে

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি।

দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন, বিএনপিকে শোভাযাত্রা করার মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজয় দিবসে শোভাযাত্রা করতে এর আগে, ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ডিএমপি সদরদপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং আবেদনের কপি হস্তান্তর করেন।

এদিকে, বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিএনপি কার্যালয়ের আশপাশের এলাকায়।

Related Articles

Leave a Reply

Back to top button