বিএনপির বরিশালের সমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন আগেই রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
শনিবার (৫ নভেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আগের দিন শুক্রবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। বিএনপির নেতাকর্মীদের মিছিল-স্লোগানে সরগরম হয়ে উঠেছে সমাবেশস্থল।
এদিকে শনিবার সমাবেশ উপলক্ষে রাতের মধ্যেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ। বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন বলেন, ৫০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে।
জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও সমাবেশে যোগ দিতে বরিশালে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এ জেড এম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
বিএনপি নেতারা বলছেন, এবারের সমাবেশে জনসমাগম অতীতের রেকর্ড ভেঙে যাবে। মিছিলে-স্লোগানে সরগরম করে রাখা হয়েছে সমাবেশস্থল।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে।