রাজকূট
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন বকুল

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ছাত্র বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
রোববার রাতে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে নিয়োগ দেয়া হলো। এর আগে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাকে এই পদের জন্য মনোনীত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।