জাতীয়

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারা মুক্ত

মুক্তি পেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গরবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাকে মুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি মো. মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে আন্দোলনের সময় আটক সকলকে মুক্তি দেওয়ারও নির্দেশ দেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে এবং ০১ জুলাই ২০২৪ হতে ০৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button