ফিচারবিনোদনশুক্রবারের বিশেষসাহিত্য ও বিনোদন

বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র প্রমথ চৌধুরী। যিনি একাধারে প্রাবন্ধিক, কবি, কথাসাহিত্যিক এবং তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনার পাশাপাশি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তকও। ছোটগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে।

প্রমথ

প্রমথ চৌধুরীকে সাহিত্য সমালোচক হিসেবেও অভিহিত করা হয়। এককথায় সাহিত্যিক অঙ্গনে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রধান স্থপতি উল্লেখ করা হয়। আর এ অঙ্গনে প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল ‘বীরবল’।

আজ এই গুণী ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী। ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুদিনে নিউজ নাউ বাংলার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।

শৈশব:

প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দুর্গাদাস চৌধুরী এবং মাতার নাম মগ্নময়ী দেবী। তার পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন জমিদার।

তাঁর পৈত্রিক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। নদীয়ার কৃষ্ণনগরে তার শৈশব ও কৈশর কাটলেও তিনি মাঝে মাঝে আসতেন হরিপুরে। তাঁর বাল্যকাল কেটেছে পাবনায়।

শিক্ষা জীবন:

শিক্ষাজীবন শুরু কলকাতার হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপর বিলাত থেকে ফিরে কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলেজে পড়ান।

তিনি কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯খ্রি বিএ(অনার্স)দর্শন, ১৮৯০সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রী লাভ করেন। এরপরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।

কর্ম জীবন:

প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন। কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান। তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।

প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বেশী বিখ্যাত। ১৮৯৩ সালে তার প্রথম প্রবন্ধ জয়দেব প্রকাশিত হয় সাধনা পত্রিকায়।

লেখালেখির প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে তিনি সরকারি চাকরি ছেড়ে বিখ্যাত ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং কৃতিত্বের সঙ্গে পালন করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমেই তিনি বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।

এছাড়াও তিনি বিশ্বভারতী পত্রিকার সম্পাদনা করেন।

পারিবারিক জীবন:

রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের (১৮৪২-১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩-১৯৬০) সাথে তার বিয়ে হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী (১৮৮৮-১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সাথে আশুতোষ চৌধুরী বিয়ে হয়।প্রমথ

উল্লেখযোগ্য গ্রন্থ:
প্রমথ চৌধুরীর গ্রন্থের মধ্যে রয়েছে, তেল-নুন-লাকড়ি (১৯০৬), সনেট পঞ্চাশৎ (১৯১৩), চার-ইয়ারি কথা (১৯১৬), বীরবলের হালখাতা (১৯১৬), নানাকথা (১৯১৯), The Story of Bengali Literature (১৯১৭), পদচারণ (১৯১৯), রায়তের কথা (১৯২৬), নানাচর্চা (১৯৩২), নীললোহিত (১৯৩২), আত্মকথা (১৯৪৬) প্রভৃতি।

অর্জন:
প্রমথ চৌধুরী ১৯৩৭ সালে কৃষ্ণনগরে অনুষ্ঠিত একবিংশ বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৪৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিরিশচন্দ্র ঘোষ-বক্তারূপে বঙ্গ সাহিত্যের পরিচয় তুলে ধরেন।

১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন।

প্রস্থান
১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button