জাতীয়

বায়ুদূষণে শীর্ষে লাহোর, তৃতীয় ঢাকা

টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। কোথাও ভারী, কোথাও মাঝারি কিংবা হালকা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকায়ও হালকা বৃষ্টি হয়েছে। তারপরও রাজধানীর বায়ুমানের কোনো উন্নতি হয়নি।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকার বায়ুমানের স্কোর ১৫২-তে উঠেছে। অর্থাৎ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

২৩৭ স্কোর নিয়ে আইকিউএয়ারের তালিকায় বায়দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটি বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে থাকা ইসরায়েলের তেল আবিবের বায়ুমানের স্কোর ১৫৬। ঢাকা শহরের বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’।

 

Related Articles

Leave a Reply

Back to top button