বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে শির্ষে ঢাকা

মঙ্গলবার (১৭ অক্টোবর) বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ প্রথম স্থানে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকায় বায়ুদূষণের শীর্ষে থাকলেও বৃষ্টি হওয়াতে মাঝে দূষণের মাত্রা কমে আসে। আবার বৃষ্টি কমে যাওয়ায় চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) দেখা যায়, এ সময় ঢাকার স্কোর ১৯২। বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে ঢাকার বায়ুমানে স্কোর ছিল এটি (১৯২)। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়।
এদিকে জলবায়ু বিপর্যয়ে বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট শহরেও প্রতিনিয়ত বেড়েই চলেছে বায়ু দূষণ। নানাবিধ কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর তাই বিশ্বে বাড়ছে সব ধরনের দূষণ। কোনোমতেই কমানো যাচ্ছে না বায়ুদূষণ।