
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর–কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নবীনগর থানার এসআই আজাদুর রহমান জানান, নিহতদের মধ্যে দুজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। বিল্লাল অটোরিকশার চালক ছিলেন। নিহত আরেকজনের নামপরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, কুমিল্লার কোম্পানিগঞ্জগামী একটি অটোরিকশা ভোরে নবীনগর থেকে রওনা হয়। বাঁশবাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এসআই আজাদুর। সড়কটি সরু হওয়ায় এবং ভারী যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সড়কটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।



