জাতীয়

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কড়া নিরাপত্তা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফা’ সমাবেশ ঘিরে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৭ মার্চ) সরেজমিনে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ এলাকার উত্তর গেটে দেখা যায় র‍্যাব, পুলিশ ও ডিবির সদস্যদের উপস্থিতি। মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুসল্লিদের গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তার জন্য ব্যাগও তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এছাড়াও উত্তর গেটের তুলনায় দক্ষিণ গেটে বেশি নিরাপত্তাসহ প্রতিটা গেটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চিত্র দেখা গেছে।

দায়িত্বরত এসআই সাইফুর বলেন, আমরা সবাই অ্যালার্ট আছি। সবার ব্যাগ চেক করে ভেতরে প্রবেশ করাচ্ছি। যে কোনো ধরনের সমস্যার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

Related Articles

Leave a Reply

Back to top button