রাজকূট

বাবুনগরীর দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা হেফাজতের

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হওয়ার আগেই ঘোষণা করা হলো সংগঠনটির নতুন ভারপ্রাপ্ত আমিরের নাম।

সংগঠনটির অন্যতম জ্যেষ্ঠ নেতা ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে মুহিবুল্লাহ বাবুনগরী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস জানিয়েছেন, ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করেছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। হাটহাজারীতে হেফাজতের যেসব নেতৃবৃন্দ এসেছেন তাদের সঙ্গে কথা বলে ও যারা আসেননি তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে হেফাজতের প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button