অন্য খবর

বাবা-মাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলেন বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়, তার বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভারতের সংবাদমাধ্যম টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেতা বিজয় একটি মামলা দায়ের করেছেন। যাতে উল্লেখ করেছেন, বাবা-মাসহ তার প্রাক্তন কর্মকর্তা যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন।

বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। সকলের ধারণা ছিল, খুব শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এই অভিনেতা।

খুব শিগ্রই পরিচালক নেলসন দিলীপ কুমারের ‘বিস্ট’ সিনেমায় দেখা যাবে বিজয়কে। এতে স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ চলচ্চিত্রটির জন্য ১০০ কোটি রুপি নিচ্ছেন এই তারকা। যা তামিল ইতিহাসেও একটি রেকর্ড।

Related Articles

Leave a Reply

Back to top button