খেলা

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ইমরান হোসেন

আগামী তিন মাসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার।

আজ (সোমবার) বাফুফের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গত শুক্রবার (১৪ এপ্রিল) তাকে আগামী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা।

এদিকে, ফিফার নিষেধাজ্ঞা পাওয়া আবু নাইম সোহাগের আর্থিক অনিয়মের তদন্ত করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।

সভা থেকে বেরিয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, ‘আবু নাঈম সোহাগকে আর কখনও বাফুফেতে ফেরানো হবে না।’

উল্লেখ্য, গত সাত বছর ধরে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন ইমরান। তাছাড়াও বাফুফের প্রটোকল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button