জাতীয়
বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ মে) বিকেলে উপজেলার পাইংক্ষ্যংপাড়া এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইংক্ষ্যংপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।