অর্থ বাণিজ্য

বাণিজ্যমেলার অনুমতি দেননি প্রধানমন্ত্রী;১৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে না মেলা

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২১ প্রস্তাবে অনুমতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এবার বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যে, আগামী ১৭ মার্চ এ মেলা অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সূত্র জানান, প্রধানমন্ত্রী মেলা আয়োজনের জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। করোনা মহামারির জন্যই এখনো এ মেলা শুরু নিয়ে সংশয় রয়েছে।

যেহেতু প্রধানমন্ত্রীর অনুমতি নেই, তাই আপাতত মেলা হচ্ছে না। পরবর্তিকালে মেলা হবে কি-না সেটা এখনি বলা যাচ্ছে না। হবে কি-না সেটা নির্ভর করছে বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অনুমতির ওপর।

Related Articles

Leave a Reply

Back to top button