অর্থ-বাণিজ্য

বাজার ভরা ইলিশ, দামতো আকাশছোঁয়া!

বাজার ভরা রুপালি ইলিশ। তারপরও সরবরাহ কম, বলছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, এতো ইলিশ, দামতো কমছে না।
ইলিশের মৌসুম, তাই ক্রেতার পছন্দের মাছ ইলিশ। বাজারে আসা স্বল্প আয়ের রমজান আলী বললেন, এখনইতো ইলিশ কিনবো, কিন্তু যে দাম তাতে ইলিশের কাছে যাওয়ারইতো সাহস পাচ্ছি না।
আকার ভেদে দাম হাঁকছেন বিক্রেতারা। ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে চৌদ্দ থেকে পনেরশ টাকায়। একজের সাইজের ইলিশ ১২শ টাকা কেজি। বিক্রেতারা বলছেন সরবরাহ কম। তাই দাম বেশি। অন্যদিকে ভরা মৌসুমেও ইলিশের চড়া দামে অসন্তুষ্ট ক্রেতা।
এদিকে রাজধানীর বাজারে কমেছে মসুর ও বুটের ডাল দাম। তবে বাড়তি মুগ ডালের বাজার। কাঁচা মরিচের কেজি ৫০ টাকা। সবজির দর অপরিবর্তিত।
কমেছে গরু ও খাসির মাংসের চাহিদা। খাসির মাংস আগের দামেই কেজিতে ৮শ’ টাকা এবং গরুর মাংস সাড়ে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।
মুগ ডাল কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১শ’ ১৫ টাকায়। মসুর, বুটের ডালের দাম কেজিতে কমেছে ১০ টাকা। চিনি, জিরা, এলাচিসহ অন্যান্য মসলার দাম অপরিবর্তিত।

Related Articles

Leave a Reply

Back to top button