অর্থ বাণিজ্য

বাজার পরিস্থিতি; বেড়েছে চালের দাম, কমেছে পেঁয়াজের ঝাঁজ

সরবরাহ সংকট না থাকলেও বাজারে বাড়তি চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এ জন্য পাইকারি ব্যবসায়ী ও মিল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা।

এ বিষয়ে চাল বিক্রেতা খায়রুল আলমের সাথে কথা হয় নিউজনাউবাংলার। তিনি বলেন, আমরা যতদূর জানি চালের সরবরাহে কোন ঘাটতি নেই। তবু কেন পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে বুঝতে পারছি না।

গেল সপ্তাহে সরু চাল মিনিকেট প্রতি কেজি ৫২ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। টিসিবির হিসেবে, গত এক মাসে শুধু সরু চালের দামই বেড়েছে ৫ ভাগ। আটাশ জাতের মোটা চাল ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া অন্যান্য চালের দামও কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা করে বেড়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে কাঁচাবাজারে ক্রেতা বেশি থাকলেও স্বস্তি নেই নিত্য পণ্যের দামে। বাজারে সব মৌসুমি সবজি থাকলেও গুনতে হচ্ছে বেশি দাম। বড় ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায়। শিমের কেজি ৫০ থেকে ৬০ টাকা। গ্রীষ্মকালীন সবজির দাম আরও বেশি। করলার কেজি ১৫০ টাকা, বরবটি ১২০ টাকা।

এদিকে, ভারতের পেঁয়াজ রপ্তানি করার ঘোষণায় কমেছে দেশি জাতের পেঁয়াজের দাম। কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে।

স্বস্তি রয়েছে ফার্মের মুরগির ডিমে। ডজনে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। তবে কেজিতে ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।

Related Articles

Leave a Reply

Back to top button