জেলার খবর

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ভাঙার মূল পরিকল্পনাকারী স্থানীয় যুবলীগ নেতা। এ ঘটনায় ওই যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস (৩৫), সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ (২০) । ওই যুবলীগ নেতার সাথে কলেজ পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ঘটনায় বাচ্চু নামে আরো একজন জড়িত আছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রাম অবস্থিত কয়া মহাবিদ্যালয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।

Related Articles

Leave a Reply

Back to top button