জেলার খবর

বাগেরহাট ডিপিএফ’র উদ্যোগে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগীতায় প্রত্যেক ডিপিএফ সদস্য মনোনিত গরীব শীতার্থ ব্যক্তিদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

উদয়ন বাংলাদেশ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার। এসময় জেলা ডিস্ট্রিক পলিসি ফোরামের সহ-সভাপতি তানিয়া খাতুন, সম্পাদক মোঃ আঃ সালাম সেখ, সদস্য অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দীন রাখি, ঝিমি মন্ডল, সমীর বরন পাইক, তিথি দেবনাথ, আজমীর আলম খান, মনজুরুল হাসান মিলন, মো: কামরুজ্জামান, শেখ আসাদুজ্জামান, রিয়াদ মল্লিক, সুমা খানম, দেবাশীষ দাস, মিরান মাঝি, অমিত কুমার সাহা, আকলিমা বেগম, রাজিয়া খাতুন, সাথী রানী হালদার, শুভ্রদেব মন্ডল প্রমুখ। পরে পিফরডি প্রকল্পের ব্যাগসহ সামগ্রী ডিপিএফ সদস্যদের নিকট আনুষ্টানিকভাবে হস্থান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button