আন্তর্জাতিক

বাইডেন-জিনপিং বৈঠকে বসছেন ১৫ নভেম্বর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারো বৈঠকে বসছেন আগামী বুধবার (১৫ নভেম্বর)

দ্বিতীয়বারের মতো বসতে যাওয়া এ বৈঠকে বৈঠকে বাণিজ্য ও তাইওয়ানসহ আরও বেশ কিছু ইস্যুতে আলোচনা হতে পারে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী বুধবার যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। ক্যালিফোর্নিয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এতে উভয় নেতার মধ্যে বাণিজ্য, তাইওয়ান এবং দুই দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

এদিকে, শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং আগামী মঙ্গলবার থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন। এসময় তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনে যোগ দেবেন এবং ওই সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

এর আগে ২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি জিনপিংয়ের মধ্যে শেষবার বৈঠক হয়েছিল। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেটিই ছিল তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক। এরপর শি জিনপিং এবং জো বাইডেনের আর দেখা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button