জাতীয়

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ভিত্তি গণতন্ত্র: রাম নাথ কোবিন্দ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের, ভারত সবক্ষেত্রেই বাংলাদেশকে প্রাধান্য দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসব কথা বলেন তিনি।

এ সময় ভারতীয় রাষ্ট্রপতি আরো বলেন, বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম প্রেরণা আমাদের যোগায়।

এর আগে অনুষ্ঠানে সারাদেশের মানুষকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক’ তুলে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button