জাতীয়

বাংলাদেশ থেকে নিজ নাগরিকদের ফিরিয়ে নিবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে নিজ দেশের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র।

এজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে মার্কিন দূতাবাস একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। আগামীকাল সোমবার এ ফ্লাইটে নিজেদের নাগরিক ও তাদের পরিবারকে ফিরিয়ে নেয়া হবে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়বে। কাতারের রাজধানী দোহা হয়ে ফ্লাইটটি ওয়াশিংটনে পৌঁছাবে। দোহায় যাত্রীরা বিমানের মধ্যেই থাকবেন।

বাংলাদেশে মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, নিজ দেশে ফেরার ক্ষেত্রে যাত্রীদেরই পরিশোধ করতে হবে ভ্রমণ ব্যয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে,  বিমানবন্দরে কোনও নগদ অর্থ ও ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধ করা হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button