জাতীয়

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি আহ্বান মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি উন্নতমানের তৈরি পোশাক এবং ঔষধ আমদানির জন্য কসোভোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গানার উরেয়া আজ রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. আব্দুল মোমেন সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এই আহ্বান জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সম্প্রসারণে দু’দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা মন্ত্রীকে অবহিত করেন।

তারা নারীর ক্ষমতায়ন এবং শান্তি ও টেকসই উন্নয়নের পূর্বশর্তের বিষয়েও কথা বলেন।
কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button