খেলা

বাংলাদেশে হচ্ছে না বিশ্বকাপ

অবশেষে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) ভার্চুয়াল এক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

ভার্চুয়াল মিটিংয়ে আয়োজক হিসেবে বাংলাদেশের বোর্ড পরিচালকও ছিলেন। তাদের সম্মতিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঢাকা ও সিলেটে বর্তমান পরিস্থিতিতে দেড় মাসের মধ্যে বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা কঠিন। এ কারণে সংযুক্ত আরব আমিরাতে হবে বিশ্বকাপ। যদিও আয়োজক হিসেবে বাংলাদেশই থাকবে।

২০২৩ এশিয়া কাপে অধিকাংশ ম্যাচ শ্রীলঙ্কায় হলেও পাকিস্তান ছিল টুর্নামেন্টের আয়োজক, ২০২৪ মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভূমিকাটা হবে তেমনই। এর আগে ২০২২ এশিয়া কাপে রাজনৈতিক ডামাডোলে আয়োজক হয়েও শ্রীলঙ্কা পরে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল।

এর আগে, বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে ভারত। অস্ট্রেলিয়াও আয়োজনে আগ্রহী ছিল না। অবশ্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহী হলেও বেছে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। ২০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে।

Related Articles

Leave a Reply

Back to top button