জাতীয়ফিচার

বাংলাদেশে করোনা আক্রান্ত ষাটোর্ধ্বদের মৃতের হার প্রায় তরূন চেয়ে ৬৯ গুন বেশি, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশে করোনা আক্রান্ত ষাটোর্ধ্বদের মৃতের হার সবচেয়ে বেশী। ২১ থেকে ৩০ বছর বয়সী করোনা আক্রান্তের সাথে তুলনা করে দেখা গেছে ষাটোর্ধ্ব বয়সীদের মৃতের হার ৬৮ দশমিক ৭গুণ বেশি। এর পরেই রয়েছে ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বয়সীদের অবস্থান, এক্ষেত্রে মৃতের হার ২৫ দশমিক ৫ গুণ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা সংস্থা আইইডিসিআর এর পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
old man become korona
সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগির বলছেন ,এতে ঘাবড়ানোর কিছু নেই। সারা পৃথিবীতেই করোনা আক্রান্তদের মধ্যে বয়স্কদের মৃতের হার বেশী। এক্ষেত্রে বয়স্কদের ব্যাপারে ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং স্বাস্থ্য বিধি আইইডিসিআরকঠোরভাবে মানতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে এ মৃত্যু ঠেকানো সম্ভব আইইডিসিআর এর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, করোনা আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে মৃতের হার সবচেয়ে কম।
এই বয়সের আক্রান্তদের মৃতের হার ১ দশমিক ৪ গুণ, দশ বছরের কম কম বয়সীদের মৃতের হার ২ গুণ। ৪১ থেকে ৫০ এর মধ্যে যাদের বয়স তাদের মধ্যে ৮ গুণ মৃত্যুবরণ করেন আর ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ২ দশমিক ৪ গুণ মৃত্যুবরণ করেন করোনা আক্রান্ত হলে। এসব মৃত্যুহার তুলনা করা হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সী করোনা আক্রান্তদের মৃত্যুহারের সাথে ।
শামীমা দোলা
সম্পাদক
নিউজ নাউ বাংলা.কম

 

Related Articles

Leave a Reply

Back to top button