জাতীয়

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

করোনা ভাইরাসে প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর খবর দিলো জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম কোনও ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। মৃত ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা ও হার্টের সমস্যা থাকার কারণে এর আগে তাকে স্টেনটিং করানো হয়েছিল। সুতরাং সেদিক থেকে তিনি খুব উচ্চ ঝুঁকির মুখে ছিলেন।’

ডা. সেব্রিনা বলেন, ‘মৃত ব্যক্তি বিদেশ যাননি। তিনি দেশেই অন্য কারও কাছ থেকে সংক্রমিত হয়েছেন।’

তিনি বলেন, ‘নতুন করে বাংলাদেশে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। দেশে এখন মোট করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ জন।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৯ ও মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরও ১৬ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। ১৫ জন আইসোলেশনে আছেন। ৪২ জনকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে।’

Related Articles

Leave a Reply

Back to top button