Leadক্রীড়াঙ্গন

বাংলাদেশে এসে নতুন মাইলফলক ছুঁলেন হামজা চৌধুরী

ঢাকা : বাংলাদেশের ফুটবলকে নতুন করে জাগিয়ে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এ তারকার আগমনে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের তরুণরা। গত মাসে শিলংয়ে ভারতের বিপক্ষে নিজের অভিষেকেই নজর কেড়েছেন এ প্রবাসী ফুটবলার। যে কারণে তাকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে নতুন উন্মাদনা শুরু হয়েছে।

হামজাকে নিয়ে রীতিমত ফুটবল উৎসবে মেতেছেন বাংলাদেশি ফুটবল ভক্তরা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকে হয়েছে গত ২৫ মার্চ। সে অনুযায়ী এক মাসও হয়নি। এত অল্প সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।

এমন সাফল্যে ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।

হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।

এ ভিডিওটি বেশ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। ইতোমধ্যেই ৫৩ লাখ বার এই ভিডিওটি দেখেছেন তার ভক্তরা। হামজার দেশ প্রেমের এ ভিডিও ভাইরালের পর এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেল। যা তার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ।

নিউজ নাউ বাংলা / ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button