ক্রীড়াঙ্গন

বাংলাদেশে এত তাড়াতাড়ি আসব ভাবতেও পারিনি

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে দ্বিতীয় দফায় যুক্ত হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। গত সোমবার রাতে ঢাকায় ফিরলেও প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

আজ বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মুখোমুখি হয়ে হাথুরু বলেন, বাংলাদেশের প্রতি নিজের সফট কর্নারের কথা।

হাথুরু বলেন, ‘চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল। বাংলাদেশের জন্য আমার সবসময়ই সফট কর্নার ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। ফিরে আসার তাড়না সব সময়ই ছিল।’

তবে লঙ্কান এই কোচ ভাবেননি এত দ্রুত ফিরবেন। তিনি বলেন, ‘যদিও ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার। সামনে ২০২৩ বিশ্বকাপ আছে, আমার নিউ সাউথ ওয়েলস সিজনটা একটু দেরি ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার।’

হাথুরুসিংহে জানালেন, বাংলাদেশ দলের এখন যে অবস্থা, দলে যে সব ক্রিকেটার রয়েছে তাদেরকে নিয়ে কাজ করার চ্যালেঞ্জটা নেয়ার সময়। এ কারণেই দায়িত্ব নিয়েছেন।

হাথুরুসিংহে বলেন, ‘এবার মনে হয়েছে যে বেশ কিছু সিনিয়র খেলোয়াড় আছে দলটিতে। যারা অন্তত ১০ বছর জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে। কিছু পরিণত খেলোয়াড় আছে। এবং সঙ্গে কিছু ইয়াং ট্যালেন্টও আসছে। এই টিমটা নিয়ে কাজ করা নিয়ে চ্যালেঞ্জিং অনুভব করছি। এ কারণেই বিসিবির এবারের অফারটা গ্রহণ করেছি।’

এদিকে দলে মাশরাফীর ফেরা নিয়ে হাথুরুকে প্রশ্ন করলে তিনি তার স্টাইলেই জবাব দিলেন, ‘নির্বাচনের জন্য?’

তারপর অবশ্য পরিষ্কার করেই সব বলে দিলেন চন্ডিকা হাতুরুসিংহে। বলেন, ‘না, আমার মনে হয় সে (মাশরাফী) আর খেলছে না।’

Related Articles

Leave a Reply

Back to top button