বাংলাদেশের স্বর্ণের মান ভালো থাকলেও হারিয়ে যাচ্ছে স্বর্ণ শিল্পীরা

রতন কুমার মাথা নিচু করে একটি করে ফুলের রেনু বসাচ্ছে। আবার ঠোঁটে চিকন লোহার মতো কিছু একটা দিয়ে আগুনের ফুলকি দিয়ে কিভাবে যেনো আবার ফুলের মাঝে রেনুগুলি বসিয়ে দিচ্ছেন। কি অসাধারণ নিখুঁত কাজ ! এবং কতটা পরিশ্রমের ! অথচ এদের কোথাও নাম নেই। সুন্দর ছবি বা শিল্পকর্ম দিয়ে সেলিব্রেটি হয়ে পরিচিত পায় চিত্রশিল্পীরা। কিন্তু এতো নিখুঁত কাজ করা স্বর্ণ শিল্পীদের কজনে চিনে !
রতন কুমারকে জিজ্ঞেস করলাম, ‘‘কাজ করতে কেমন লাগে ?’’ তাঁর কপালে ভাঁজ পড়া বিরক্তি। উত্তরে বললো‘‘আগে ভালো লাগতো। এখন মনে হয় সময় নষ্ট করতাছি। জীবনের ১৫ বছর ভালোই লাগছে। এখন আর না। গ্রামে যামুগা। এখন কি আর আমাগো কেউ দেখে। সব বিদেশি সোনা কামায়। আমরা কেউনা।’’
এরই মধ্যে এক তরুনী রতন কুমারের কাছে এলেন তাঁর অর্ডার করা স্বর্ণের গহনা নিতে। ভীষণ অবাক হলাম। আমাদের নানী দাদির আমলের সেই কানপাশা ডিজাইন। নিজের আগ্রহকে আর আটকে রাখতে না পেরে জানতে চাইলাম। এতো পুরোনো ডিজাইনের গহনা দিয়ে আপনি কি করবেন? বললেন,‘‘আমি লন্ডণে থাকি। সেখানে এই ডিজাইনগুলো হচ্ছে ফ্যাশন। কারন ফরেন কান্ট্রিগুলোতে এগুলি সহজে পাওয়া যায়না। আমার ফ্যাশন হিসেবে এই ডিজাইন-ই পছন্দ। আর আসলে স্বর্ণের গহনায়, ডিজাইন ও মানের দিক থেকে বাংলাদেশের স্বর্ণের মানই ভালো।’’
রাজধানীর পুরান ঢাকায় আজ থেকে ১০ বছর আগেও অনেক স্বর্ন শিল্পী ছিলো। এখন আর তা নেই। কিছু জায়গা ঘুরে হাতে গোনা কিছু স্বর্ণ কারিগর পাওয়া গেলেও। তাঁরা তাদের ব্যবসা নিয়ে সন্তুষ্ট নন। এবং এইসব স্বর্ণ কারিগরদের কাছ থেকে জানতে পারলাম। সবাই এই কাজ ছেড়ে এখন ব্যবসা বা নতুন পেশায় কাজ করছেন। কারন স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ও বিদেশি স্বর্ণের আমদানী হওয়ায়, এই পেশা এখন বিলুপ্ত প্রায়।
এ বিষয়ে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এর সহ সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘‘বিদেশ থেকে স্বর্ণ আনা বন্ধ না হলে, এক সময় এই স্বর্ণ শিল্পীরা হারিয়ে যাবে। আমাদের দেশে আর স্বর্ণ উৎপাদন হবে না। তখন দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। তাই যেসব আমলারা বিদেশে থেকে স্বর্ণ দেশে ঢুকাচ্ছেন। আগে তাদের থামাতে হবে।’’
বাংলাদেশের স্বর্ণের মান নিয়ে তিনি জানান, ‘‘অবশ্যই বিশ্বের অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশের স্বর্ণের মান ভালো। আজ থেকে ১৫ বছর আগে মান কিছুটা খারাপ ছিলো। কিন্তু বর্তমানে হলমার্কিং ছাড়া স্বর্ণ বিক্রি হয় না। তাই স্বর্ণের মান ভালো আছে। ’’
তবে দেশে যেসব সোনার মান নিয়ন্ত্রণে ল্যাব রয়েছে, তা আরও উন্নত করা জরুরি। এমন মন্তব্য করে ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘‘আমাদের দেশে স্বর্ণের মান পরীক্ষা করার জন্য দুইটি ল্যাব রয়েছে। ঢাকা গোল্ড ও বাংলা গোল্ড। তাদের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম ভালো। এবং ভালো যন্ত্রপাতিও রয়েছে। তবে, যত দিন যাচ্ছে সবকিছু আপডেট হচ্ছে। আর তাই, এই ল্যাবগুলিরও আরও উন্নত করা জরুরি।’’
পুরান ঢাকার আরেক স্বর্ণ শিল্পী তাপস পাল বলেন, ‘‘ আমি ৩০ বছর ধরে এই কাজ করছি। আমার কাছে বিদেশে থাকা বাঙ্গালীরা অর্ডার দিয়ে গহনা বানিয়ে নিয়ে যায়। কিন্তু এমন অর্ডার মাঝে মাঝে আসে। তবুও তো ভালো লাগে। আমাদের গহনার মান তাঁরা বুঝে।’’
বাংলাদেশের স্বর্ণের এই মান ধরে রাখতে ও স্বর্ণ শিল্পীদের ধরে রাখতে সরকারের সহযোগিতা চাইলেন স্বর্ণ শিল্পীরা।
ফারহানা নীলা
সিনিয়র রিপোর্টার, নিউজ নাউ বাংলা