জাতীয়

বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করতে আগ্রহী ইরান

বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করার বিষয়ে আগ্রহী ইরান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে চায় দেশটি৷

বুধবার (৪ সেপ্টেম্বর) গুলশানে ইরান দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত মানসুর চাভোশির সাথে গণঅধিকার পরিষদের বৈঠক হয়।  সেখানে এসব বিষয় নিয়ে কথা হয়।

মানসুর চাভোশি বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন এসেছে সেই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে সে অনুযায়ী কাজ করতে চায় ইরান। সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়েও অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।
এসময় বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছে ইরান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করে একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাতে তারা সফল হয়নি। এখনই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির পরিবেশ সৃষ্টি করা উচিত হবে না। নিজেদের মধ্যে সংহতি সৃষ্টি করে জাতীয় সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button