জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব: পিটার হাস

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আগামী মাসগুলোতে তিনি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

তিনি জলবায়ু, ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ এবং সম্পর্কের অগ্রগতির জন্য সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করেন। খবর ইউএনবির

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

তিনি বলেন, এটি (সাক্ষাৎ) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার একটি সুযোগ।

পরে পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

Related Articles

Leave a Reply

Back to top button