
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্থ করেছে: উসকানিমূলক বক্তব্য, হত্যার নির্দেশ দেওয়া এবং অমানবিক কর্মকাণ্ড আটকাতে ব্যর্থ হওয়া।
এরপর সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় নোট করেছে। একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, ভারত বাংলাদেশিদের শান্তি, গণতন্ত্র, সংহতি এবং স্থিতিশীলতার স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখব এবং এই লক্ষ্যে কাজ চালিয়ে যাব।”
এই বিবৃতি আসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করার পর। বাংলাদেশ দাবি করেছে, এটি ভারতের একটি “আইনগত দায়িত্ব”।
শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান। তার ছেলে সাজীব ওয়াজেদ পূর্বে জানিয়েছিলেন, তিনি বর্তমানে দিল্লির একটি গোপন নিরাপদ স্থানে রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে বলা হয়েছে, “আমরা তাকে কেবল একবার শাস্তি দেব – সেটি হলো মৃত্যুদণ্ড।”
শেখ হাসিনা আদালতে এই অভিযোগগুলোর বিরুদ্ধে নিজের বেকসুরত্ব দাবি করেছেন এবং বলেছেন, “এই আদেশ একটি সাজানো ট্রাইব্যুনাল দ্বারা দেওয়া হয়েছে, যা নির্বাচিত সরকারের অধীনে ছিল না এবং কোন গণতান্ত্রিক ম্যান্ডেটও নেই।”
শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তাঁকে চারটি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্থ করা হয়েছে।
বাংলাদেশ ভারতের কাছে চিঠি লিখে অনুরোধ করেছে, শরণার্থী হিসেবে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে। চিঠিতে বলা হয়েছে, “মানবতাবিরোধী অপরাধে দোষী ব্যক্তিদের আশ্রয় দেওয়া অন্য কোনো দেশের পক্ষ থেকে অত্যন্ত অমৈত্রীপূর্ণ এবং ন্যায়ের প্রতি অবজ্ঞা হবে।”



