ক্রীড়াঙ্গন

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হারার পর ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে লাইভে আম্পায়ারের কড়া সমালোচনা করেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিষয়টি আমলে নিয়ে তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

এজন্য এখন তাকে গুনতে হচ্ছে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। এর সঙ্গে মিলেছে তিনটি ডিমেরিট পয়েন্ট। যার অর্থ একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-২০ খেলতে পারবেন না তিনি।  ফলে বাংলাদেশের বিপক্ষে ৪ মার্চ থেকে শুরু হওয়া টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ হলেন এই অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে শেষ ওভারের শেষ তিন বলে জয়ের জন্য ১১ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ওই সময় ওফাদার মোমান্দ ক্রিজে থাকা লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিসকে একটি ফুলটস বল করেন। লঙ্কানদের পক্ষ থেকে উচ্চতাজনিত কারণে বলটি নো দাবি করা হয়। কিন্তু আম্পায়ার লিন্ডন হ্যানিবল নো বল দেননি। ম্যাচটি শ্রীলঙ্কা ৩ রানে হারে।

বিষয়টি নিয়ে হাসারাঙ্গা কড়া ভাষায় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা মেনে নেওয়া যায়  না। হানিবলের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করার যোগ্যতা নেই। তিনি আম্পায়ালিং না করে অন্য কিছু করলে ভালো করতেন। বলটি যদি ফিফটি-ফিফটি হতো তাহলে কোন কথা ছিল না। কিন্তু এটা অনেক ওপরে ছিল। আরেকটু ওপরে থাকলে বল ব্যাটারের মাথায় লাগতো। এটা নো বল না হলে কোনটা নো বল!’

হাসারাঙ্গার মন্তব্যের প্রেক্ষিতে আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, হাসারাঙ্গা আইসিসির আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গ কর করেছেন।যেখানে তার ম্যাচ প্রতি অনাস্থা বা অবজ্ঞা বা ব্যক্তিগত আক্রমণ করার কথা উল্লেখ রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button