জাতীয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না জাপানের রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কোনো কথা বলবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার জাপান। মেট্রোরেল, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়িসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করে আসছে দেশটি। তবে গত বছর বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বিস্ফোরক মন্তব্য আলোচনার সৃষ্টি করে।

এরপর একই বছরের ডিসেম্বরে ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ইওয়ামা কিমিনোরি। এর প্রায় সাড়ে ৪ মাস পর বুধবার (০৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন এড়িয়ে যান জাপানের রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে চান না তিনি।

‘বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় জাপান। প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে, বলেও জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

Related Articles

Leave a Reply

Back to top button