জাতীয়লিড স্টোরি

বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করলেন মিডল্যান্ডসের মেয়র

যুক্তরাজ্যের বার্মিংহামের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেছেন ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অ্যান্ডি স্ট্রিট। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে মেয়র অ্যান্ডি বাংলাদেশিদের প্রশংসা করেছে বলে মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী চলতি বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য মেয়র অ্যান্ডিকে অভিনন্দন জানান। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য প্রতিমন্ত্রী মেয়রকে ধন্যবাদ জানান।
বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান অংশীদারিত্বের কথা তুলে ধরেন। মেয়র ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন নীতি সম্পর্কে অবহিত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button