খেলা

বাংলাদেশকে ৬ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হারলো বাংলাদেশ।

আবুধাবিতে মঙ্গলবার ২ নভেম্বর, বাংলাদেশের দেয়া ৮৪ রানের লক্ষ্য ১৩ ওভার ৩ বলে চার উইকেটে ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে টানা চতুর্থ ম্যাচে হার এবং এক ম্যাচ থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো টাইগারদের।

আজ টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বিপক্ষে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছে শামীম হোসেন পাটোয়ারী। আজ একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে নেমে বাংলাদেশ ৮৪ রানের সহজ লক্ষ্য দেয়। জবাবে ১৩ ওভার ৩ বলে চার উইকেটেই লক্ষে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

তবে তাসকিন এই ম্যাচে দারুণ বোলিং করছেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২টি উইকেট নেন তাসকিন। একটি করে উইকেট মেহেদি হাসান আর নাসুম আহমেদের।

Related Articles

Leave a Reply

Back to top button