জাতীয়জেলার খবর

বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের একটি রোল মডেলের মর্যাদা দিয়েছে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন,  বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন ”বঙ্গবন্ধুর পরেই শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার।”

রোববার (১৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুনঃসংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ অনেকে।

 

Related Articles

Leave a Reply

Back to top button