বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ।
ক্রাইস্টচার্চে আজ টিকে থাকার লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হয়ে টসে হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বিরের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
আর ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
সে হিসেবে বাংলাদেশি বোলারদের সাফল্য কেবল দুটি উইকেট। ওপেনার ফিন অ্যালেনকে ১৮ বলে ১৬ রানে ফেরান পেসার শরীফুল ইসলাম। এরপর অধিনায়ক কেন উইলিয়াসনকে আউট করেন তাসকিন। উইলিয়াসনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩০ রান।
রোববার ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই ১০ রান করল নিউ জিল্যান্ড।
ওপেনিং জুটিতে ২৪ রান জমা করে ফেলেন তারা। অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয়েছেন পেসার শরিফুল ইসলাম।
৩য় ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মোসাদ্দেকের হাতে ধরা পড়েছেন ফিন অ্যালেন। ১৮ বলে ১৪ রানে ফিরলেন এ ওপেনার।
আজ দুর্দান্ত ব্যাট করেছেন ডেভন কনওয়ে। ৫১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কিউই ওপেনার। যেখানে ৭টি বাউন্ডারি ও একটি ছক্কার মার রয়েছে।
দুইটি করে চার-ছয়ের মারে ৯ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন ফিলিপস। কনওয়ের ব্যাট থেকে আসে ৫১ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস।