
বাংলাদেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ কানাডার কাছ থেকে নতুন করে ২৭২.১ মিলিয়ন ডলারের বিদেশি সহায়তা পেতে যাচ্ছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দিয়েছেন।
সোমবার (১০ মার্চ) কানাডিয়ান গণমাধ্যম গ্লোবাল নিউজ জানায়, এই অর্থ অন্যান্য বিদেশি অংশীদার এবং দাতাদের অনুদানের সঙ্গে মিলিয়ে মোট ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।
এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও দৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলগুলোর জনগণের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘‘দুর্বল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে ‘একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই’ কানাডার লক্ষ্য।’’ প্রকল্পগুলো মূলত লিঙ্গ সমতা, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি নিয়ে কাজ করবে।
একটি উল্লেখযোগ্য প্রকল্প ‘নার্সিং খাতে নারীদের ক্ষমতায়ন’, যা কানাডার কোওয়াটার ইন্টারন্যাশনাল কোম্পানিকে তিন বছরে ৬.৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
অন্য প্রকল্পগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কানাডার কেন্দ্রীয় লিবারেল সরকার তাদের বৈদেশিক সহায়তা নীতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিপরীত অবস্থান নিয়েছে।
গ্লোবাল নিউজ জানায়, ভ্যাঙ্কুভারে এক অনুষ্ঠানে আহমেদ হুসেন এবং ব্রিটিশ কলাম্বিয়ার সংসদ সদস্য পারম বেইনস এই সহায়তা প্যাকেজের ঘোষণা দেন। অনুষ্ঠানে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
কানাডার কেন্দ্রীয় সরকারের হিসাবে, বর্তমানে দেশটিতে ১ লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস