খেলা

বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিজবেন সিটির গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামে  দু’দলেরই টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।

একদিকে বাংলাদেশ টিমের খেলোয়াড়দের সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তারপরও জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগাররা ঘুড়ে দাঁড়াতে পারে। গত ম্যাচে জিম্বাবুয়ে শক্তিশালী পাকিস্তানকে ১ রানে পরাজিত করে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। তারা যেন নতুন ছন্দ ফিরে পেয়েছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা কাছে হেরে যায়।
বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিচ বিবেচনায় মেহেদী হাসান মিরাজকে খেলানো হলেও সুবিধা করতে পারেননি ব্যাট বা বল হাতে। তার বদলে প্রথম ম্যাচের পর আবারও একাদশে দেখে যেতে পারে পেসার হাসান মাহমুদকে।
অন্যদিকে, স্বপ্নের বিশ্বকাপ পার করছে জিম্বাবুয়ে। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে দুই ম্যাচে এখনও হারের মুখ দেখেনি তারা। সিকান্দার রাজা আছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর অন্যতম সেরা সময়ে।

Related Articles

Leave a Reply

Back to top button