জাতীয়

বস্ত্রহীন উলঙ্গ হয়ে ধর্ষনের হুমকি দেওয়া সেই বাবলু গ্রেফতার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ প্রকাশ্যে দিবালোকে প্যান্ট খুলে একটা মেয়েকে ধর্ষনের হুমকী দেওয়া সেই বাবলু কে গ্রেফতার করেছে চট্রগ্রামের সদরঘাট থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি সদরঘাট থানার ডিউটি অফিসার এসআই আমিনুল নিউজ নাউ বাংলাকে নিশ্চিত করেন।

বাবলুর বিষয়ে জানতে চাওয়া হলে সদরঘাট থানার ডিউটি অফিসার বলেন, সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে চট্রগ্রাম জোনের এডিসি। ওসি তাকে জিজ্ঞাসাবাদ করছে, আসল কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো জানান, এবিষয়ে তারা পরে সবাইকে বিস্তারিত জানাবেন।

২৫ শে আগস্ট সকালে সোশাল মিডিয়ায় নিজের শরীরের বস্ত্র খুলে উলঙ্গ হয়ে প্রকাশ্য দিবালোকে নিজের মা জোসনা বেগম এবং বড়ও ভাই জিতুর স্ত্রী সানজিদা বেগমের সামনে বাবলু( ২০)নামের যুবক একই এলাকায় বসবাসরত সমবয়সী এক মেয়েকে ধর্ষন করার হুমকি দেয়।সেই ছবি মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মাদার বাড়ির টং ফকির মাজার লাইনের। ২৯ নং ওয়ার্ড সদর ঘাট থানার চট্টগ্রামে।

Related Articles

Leave a Reply

Back to top button