জাতীয়

বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর এফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
তিনি বলেন, অসতর্কতা নাকি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে সেটা ফায়ার সার্ভিস এবং আমাদের তদন্তে বেরিয়ে আসবে। তারপরও এই বস্তির মালিকানা নিয়ে আমরা জানার চেষ্টা করেছি।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।

এর আগে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর।

এদিকে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button