খেলা

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার যাদব

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতলেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।

বুধবার (২৫ জানুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সংস্করণে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করে। যেখানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে টপকে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার।

২০২২ সালে ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড় ও ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। যার ফলে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে হাজার রানের কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ইনিংসে তিন ফিফটিতে প্রায় ৬০ গড় ও ১৮৯.৬৮ গড়ে রান করেন সূর্যকুমার।

এই ধারা ধরে রাখেন বিশ্বকাপের পর পরই নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজেও। রান সংগ্রাহকের চেয়ে ব্যাটিংয়ের ধরন দিয়েই নিজেকে চিনিয়েছেন সূর্যকুমার।

Related Articles

Leave a Reply

Back to top button