খেলা

বর্ষসেরা ক্রিকেটার বাবর-সিভার

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্যার গারফিল্ড ট্রফি জিতেছেন বাবর।

আর নারী বিভাগে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার।

বাবরের সাথে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনায়ন পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের টিম সাউদি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাদেরকে পেছনে ফেলেন সেরা মুকুট পড়লেন বাবর।

আর ইংল্যান্ডের ন্যাট সিভার বর্ষসেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন ভারতের শ্রীমতি মান্দানা, নিউ জিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে।

সিভার ২০২২ সালে ৩৩ আন্তর্জাতিক ম্যাচে ১ হাজার ৩৪৬ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন ২২টি।

এছাড়া ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। দুই সেঞ্চুরিতে হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ড উঠেছিল বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ান বিপক্ষে ব্যাট হাতে নিজের সামর্থ প্রমাণ করেন। ১২১ বলে খেলেছিলেন অপরাজিত ১৪৮ রানের ঝলমলে ইনিংস।

এদিকে, ব্যাট হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৪ দশমিক ১২ গড়ে ২৫৯৮ রান করেছেন বাবর।

Related Articles

Leave a Reply

Back to top button